
এনআরবি ব্যাংকের নতুন এমডি ও সিইও মেহমুদ হোসেন
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
দেশের নতুন প্রজন্মের অন্যতম ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব লাভ করেছেন মো. মেহমুদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিক্ষাণবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশে-বিদেশে অসংখ্য পেশাগত কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পন্ন মেহমুদ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।