
জঙ্গিবাদ, এটাও একটা রাজনীতি
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে জঙ্গিবাদ আর জামায়াত ইসলামীকে পুঁজি হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, ‘জঙ্গিবাদ, এটাও একটা রাজনীতি’।
বুধবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল-কমিউনিটি ফোরাম আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, ‘আজকে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এটাও একটা রাজনীতি। ক্ষমতাসীনরা যেমন অবৈধভাবে ক্ষমতায় এসেছে সেটিকে দীর্ঘস্থায়ী করতেই জঙ্গিবাদকে রাজনীতির মূলধন হিসেবে ব্যবহার করছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জঙ্গিবাদের মত জামায়াত ইসলামীও সরকারের আর একটি মূলধন। সরকার নিজের মত করে জামায়াত ইস্যুকে ঢুকিয়ে রাখে, আবার বের করে। আমি সরকারকে বলব, জামায়াতকে মূলধন করে বেশি দিন চলা যাবে না।’
জঙ্গিবাদসহ দেশের চলমান সকল সমস্যার কারণ জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের অভাব, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের রাজনীতির জায়গা কেড়ে নিলে জঙ্গিবাদের উত্থান হবেই। জঙ্গি ইস্যুসহ সরকারের সব কার্যকলাপ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।’
বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। অল-কমিউনিটি ফোরামের সভাপতি মো. আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ড. আহমেদ আজম খান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।