
ঘড়ি বিশেষজ্ঞের পছন্দের সেরা পাঁচ মডেল
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
জোমাশপ এমন একটি কম্পানি যা তার খদ্দেরদেরকে একটি ভালো হাতঘড়ি খুঁজে পাওয়ার জন্য সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজনেস ইনসাইডার সম্প্রতি কম্পানিটির মার্কেটিং ডিরেক্টর চেইম পোসেন এর সঙ্গে কথা বলে তাকে তার পছন্দের সেরা পাঁচটি মডেলের ঘড়ির বিবরণ দিতে বললে তিনি যে পরামর্শ দেন:
১. রোলেক্স অয়েস্টার রোলেক্স অয়েস্টার সিরিজ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে এবং এটি একটি তাৎক্ষণিক অন্তর্ভুক্তি। এই ব্যান্ডের একটি ভালো মডেলের ঘড়ির খুচরা মূল্য পড়ে ৫ হাজার ৪০০ ডলার।
২. ওমেগা স্পিডমাস্টার ওমেগা স্পিড মাস্টার হাতঘড়ির জগতের একটি সত্যিকার আইকন। এটি ৫ হাজার ডলারের নিচেই পাওয়া যায়। ১৯৫৭ সালে যাত্রা শুরুর পর থেকে এই ঘড়িটির ডিজাইনে খুব কমই পরিবর্তন এসেছে। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মহাকাশ মিশনে চাঁদে অবতরণকারী নভোচারীরা এই ব্র্যান্ডের ঘড়িটি পরার পর থেকে এটি জনপ্রিয়তার শীর্ষে ওঠে। ঘড়িটির খুচর মূল্য পড়বে ৫ হাজার ১৫০ ডলার।
৩. কার্টিয়ার ট্যাঙ্ক সলো ১৯১৭ সালে লুইস কার্টিয়ার নিজে এই মডেলের প্রচলন করেন। গত কয়েকদশক ধরে এটি ছিল বিলাসিতার শীর্ষ প্রতীকগুলোর একটি। আর বিখ্যাত সব সেলিব্রিটিরা এই ব্র্যান্ডের ঘড়ি পরতেন। এই মডেলের একটি ঘড়ির সাধারণ খুচরা মূল্য ৩ হাজার ৭০০ ডলার।
৪. আইডব্লিউসি পোর্টোফিনো এই ব্র্যান্ডটির প্রতিষ্ঠা হয় ১৮৬৮ সালে। আর পোর্টোফিনো সিরিজ বাজারে আসে ১৯৮৪ সালে। এর লক্ষ্য ছিলো সরল তথাপি ধ্রুপদি মডেলগুলোর সঙ্গে উত্তম রুচির সমন্বয় সাধন। আর দামেও বেশ সাশ্রয়ী।
৫. লঙ্গিনস লা গ্রান্ডে লঙ্গিনস হলো ঘড়ি নির্মাতাদের মধ্যে সবচেয়ে পুরোনো ব্র্র্যান্ড। লা গ্রান্ডে সিরিজের ঘড়িগুলোর খুচরা মুল্য ১ হাজার ডলারের নিচে; সাধারণত ৮০০ ডলারে পাওয়া যায়। সূত্র: বিজনেস ইনসাইডার