
দুজনের প্রথম ভ্রমণটি স্মরণীয় করে রাখতে ৫ বিষয়ে নজর দিন
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
দুজন মানুষ একত্রে এক ছাদের নিচে বসবাস শুরুর সময় নিরিবিলিতে একে অন্যকে ভালোভাবে বোঝার জন্য ভ্রমণ হতে পারে একটি দারুণ উপায়। আর এ ভ্রমণটি স্মরণীয় করে রাখতে চাইলে কয়েকটি বিষয়ে মনোযোগী হওয়া প্রয়োজন। এ লেখায় তুলে ধরা হলো তেমন ৫টি বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. একসঙ্গে পরিকল্পনা করুন
দুজনে যদি ভ্রমণে যেতে চান তাহলে একসঙ্গে পরিকল্পনা করাই ভালো। কারণ কোন স্থানে ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন ইত্যাদি বিষয়ে স্বাভাবিকভাবেই দুজনের নিজস্ব পছন্দ থাকতে পারে। আর ভ্রমণের পরিকল্পনা দুজনে একসঙ্গে করলে কয়েকটি সুবিধা পাওয়া যাবে। যেমন আপনার একটি স্থান খুব পছন্দ আপনার সঙ্গীর আরেকটি স্থানে ভ্রমণ না করলেই নয়। কাছাকাছি হলে উভয় স্থানেই সফর সেরে ফেলতে পারবেন তাড়াতাড়ি। এছাড়া একসঙ্গে পরিকল্পনা করলে নিজেদের মাঝে বোঝাপড়াটাও তৈরি হবে এ সময়।
২. যাওয়ার আগেই টাকার কথা ভাবুন
যে কোনো স্থানে ভ্রমণ মানেই যথেষ্ট অর্থ খরচের বিষয়। আর উভয়ে মিলে এ বিষয়ে আগেভাগেই আলোচনা করে ফেলাটা বুদ্ধিমানের কাজ। ভ্রমণে কত টাকা খরচ করবেন, এ বিষয়ে একটি পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন আগেই। অন্যথায় ভ্রমণ শুরুর পর অর্থ সংকট যেমন হতে পারে তেমন নানা স্থান ভ্রমণে পরিপূর্ণ ছুটির আমেজ পেতেও সমস্যা হতে পারে।
৩. কিছু সময় একাই কাটান
ছুটির দিনটি কেমন হওয়া উচিত সে বিষয়ে প্রত্যেকেরই নিজস্ব অভিরুচি থাকতে পারে। আর আপনি যদি সঙ্গীর সঙ্গে ভ্রমণে যান তাহলেও এ বিষয়টি ভুলে গেলে চলবে না। আপনার সঙ্গী কিছু সময়ের জন্য নিজের মতো করেই থাকতে চাইতে পারেন। এ সময়টি তাকে দিতে হবে। আপনারও যদি কিছু সময় একা থাকতে ভালো লাগে তাহলে তা-ই করুন।
৪. সহ্য করুন
যে কোনো দম্পতির প্রথম ছুটি কাটানো একে অপরকে চিনে নেওয়ার সময়। এ সময় অপরজনের সব আচরণ যে পছন্দ হবে, তা নয়। তার পরেও সহ্য করে নিতে হবে এসব বিষয়। আর এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। এ সময়ের সহ্য করে নেওয়ার শিক্ষা পরবর্তীতে সারা জীবনই একে অপরকে কাছাকাছি থাকতে সহায়তা করবে।
৫. রসবোধ
যে কোনো মানুষেরই একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করতে রসবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে আপনি যদি সঙ্গীর সঙ্গে প্রথমবার ছুটি কাটাতে যান তাহলে গম্ভীর হয়ে যাবেন না। নিজের রসবোধ বজায় রাখুন।