বিনোদন

বাংলাদেশের মাইলসকে কলকাতায় গাইতে দেবে না রূপম

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

গত বছরের মার্চে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচের পর ফেসবুকে এক পোস্টে বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’ বলায় সমালোচিত হয়েছিলেন কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের ভোকাল রূপম ইসলাম। ওই সময় তিনি ‘বাংলাদেশিরা ছোটলোক’ এ জাতীয় ঔদ্ধত্যপূর্ণ কথাও বলেন। যদিও জনরোষে পড়ে বিতর্কিত স্ট্যাটাসগুলো মুছে ফেলতে বাধ্য হন এই রক গায়ক। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, এমনকি ভারতীয়রাও রূপমের এই ঔদ্ধর্তপূর্ণ আচরণকে মেনে নেয়নি।

সে আক্রোশ থেকেই কিনা কে জানে, রূপম এবার চটেছেন বাংলাদেশের ব্যান্ড ‘মাইলস’-এর ওপর। মাইলস গাইলে তার ব্যান্ড ‘ফসিলস’ গাইবে না, মাইলসকে বয়কট করতে হবে- এমনই দাবি তার।

ঘটনা হচ্ছে, ১৩ আগস্ট কলকাতায় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে এক মঞ্চে গাওয়ার কথা বাংলাদেশের ‘মাইলস’, কলকাতার ‘ফসিলস’ এবং আসামের শিল্পী পাপনের। সবকিছু ঠিকঠাক। হঠাৎ সোমবার (১ আগস্ট) রূপম বেঁকে বসলেন এ দাবিতে যে, ‘যদি ‘মাইল্‌স’ পারফর্ম করে, তাহলে সেই মঞ্চে ‘ফসিল্‌স’ পারফর্ম করবে না।’ তার অভিযোগ, ‘মাইলস’ ব্যান্ডের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদ নাকি ভারতবিরোধী কথাবার্তা বলেন ফেসবুকে!

শুধু কনসার্টে গান গাইবেন না, এমনটাই নয়। রূপম কনসার্টটি বাতিলের জন্যও রীতিমতো উঠেপড়ে লেগেছেন। তার ইন্ধনে ফেসবুকে ‘বয়কট মাইলস’ নামে ইভেন্ট খোলা হয়েছে। এমনকি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানের অফিসের সামনে গিয়ে লোকজন নিয়ে বিক্ষোভেরও হুমকি তার।

রূপম তার ব্যান্ডের অফিসিয়াল পেজে জানাচ্ছে, ‘১৩ আগস্ট ‘ফসিল্‌স’-এর পারফরমেন্স এখনও নিশ্চিত নয়। লাইন-আপ নিয়ে আমরা অর্গানাইজারদের সঙ্গে কথা বলছি। যদি লাইন-আপ পরিবর্তিত করা হয়, তবেই ‘ফসিল্‌স’ পারফর্ম করবে।’

শুধু এটাই নয়, মাইলসের ভারত-সফর, ভিসা প্রাপ্তি- এসব নিয়েও প্রশ্ন তুলেছেন রূপম।

তার বক্তব্য, ‘যে কোনো ছুতোয় ভারতকে গালি দেওয়াটা ওদের একটা বড় উদ্দেশ্য। কথায় কথায় ভারতকে টেনে এনে গালি দেওয়া। এই ধরণের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? অনুষ্ঠান করতে হলে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনে যেতে হয় ভিসা জোগাড় করতে। সেটা কীভাবে হয়? তার যৌক্তিকতা কী, সেটা বুঝতে পারছি না! অর্গানাইজারেরাও কী করে এই ধরনের ব্যান্ডকে স্বাধীনতা দিবসের কনসার্টের জন্য নির্বাচন করতে পারে, বুঝতে পারছি না!’

অন্যদিকে বাংলাদেশ নিয়ে এমন বিরূপ মন্তব্য কলকাতার শিল্পী রূপমের কাছে নতুন কিছু নয়। এর আগেও গত বছরের মার্চে বাংলাদেশ-ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচ নিয়ে উদ্ধত মন্তব্য করেত দেখা গেছে। এমনকি সেসময়ে তিনি বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’ বলেও মন্তব্য করেছিলেন।

শুধু তাই না বাংলাদেশিরা ছোটলোক, তারা মানুষ হয়ে উঠেনি বলেও স্ট্যাটাসে ব্যক্ত করেছিলেন ফসিলসের এই শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরণকে খানিক পরিবর্তন করে রূপম বাংলাদেশিদের সম্পর্কে বলেন, ‘আর যায় করি এইসব ছোট লোকদের আর কখনোই আমি মানুষের মর্যাদা দিবো না। রেখেছো ‘ছোট লোক’ করে, মানুষ করোনি…’!

Show More

আরো সংবাদ...

Back to top button