বিনোদন

বারী সিদ্দিকীর কণ্ঠে নতুন গান

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

‘সোনাবন্ধু’র পর নতুন আরেকটি সিনেমায় প্লেব্যাক করলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী। নির্মাতা ছটকু আহমেদের ‘দলিল’ চলচ্চিত্রে গাইলেন তিনি। ‘বুকে জ্বলে দু:খের আগুন’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীতায়োজনও করেছেন। পাশাপাশি শহীদুল্লাহ ফরায়েজীর সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেনও। গত পরশু মগবাজারে একটি স্টুডিওতে গানের রেকর্ডিং করেছেন।

তিনি জানালেন, জীবনমুখী গান এটি। হাসান ইমামের লিপ সিংয়ে সিনেমায় যাবে। ভালো কিছুরই প্রত্যাশা করছি।

প্লেব্যাকের পাশাপাশি বর্তমানে নিজের একক অ্যালবামের প্রস্তুতি চালাচ্ছেন। জানালেন,  ইতিমধ্যেই তিনটির মতো গানের কাজ শেষ হয়েছে। আর দু’তিনটা গান করেই অ্যালবামটি রিলিজ দেবো।

বারী সিদ্দিকী ছাড়াও সিনেমার গানে এর আগে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও এসআই টুটুল। ‘দলিল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন শিপন মিত্র ও তানিয়া বৃষ্টি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button