বিনোদন

সঙ্গী খুঁজছেন আরিফিন শুভ

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

নায়কের তকমা ভেঙে এবার গায়ক হিসেবে হাজির হচ্ছেন আরিফিন শুভ। কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে’। গাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু গানটি একক নয়, যুগল। তাই গানটির জন্য মেয়ে ভোকাল দরকার। আশেপাশে না পেয়ে ভোকালের খোঁজে দ্বারস্থ হয়েছেন ফেসবুকের। ভিডিও বার্তায় জানিয়েছেন, নিয়তি’ সিনেমার মুক্তি উপলক্ষে ক্যাম্পেইনটি করা হচ্ছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে আমি গানটা গাইছি। আমার সঙ্গে গাইতে চাইলে গানটি রেকর্ড করে পাঠাতে হবে। নির্বাচিত একজন আমার সঙ্গে গাওয়ার সুযোগ পাবে।’

কিভাবে পাঠাবেন গান? তার কিছু নিয়ম বাতলে দেয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে। প্রথমত, ‘অনেক সাধনার পরে’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভিডিও করে প্রতিযোগীর নিজের ফেইসবুক প্রোফাইলে আপলোড করতে হবে। তারপর  নিজের প্রোফাইলে আপলোডকৃত ভিডিও লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট সেকশনে পোস্ট এবং জাজ এর পেইজে ইনবক্স করতে হবে। ভিডিওটির বর্ণনায় অবশ্যই জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেইজ ট্যাগ এবং ‪#‎SingWithShuvoo‬ ‪#‎Niyoti‬ উল্লেখ করতে হবে। গান পাঠানোর শেষ সময় ৬ আগস্ট রাত বারোটা। ৭ই আগস্ট রাতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নিয়তি’র নায়ক শুভর সাথে বিজয়ীর গাওয়া দ্বৈত গানটি জাজ এর ফেইসবুক পেইজে আপলোড করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ আগস্ট শুভ-জলি অভিনীত চলচ্চিত্র ‘নিয়তি’ মুক্তি পাচ্ছে। ছবির প্রচারণার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছেন জাজ মাল্টিমিডিয়া।

Show More

আরো সংবাদ...

Back to top button