
খুনসুঁটির গল্পে জোভান-নীলা
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
সম্পর্কে একে অপরের কাজিন জোভান ও নীলা। দু’জন এক কলেজেই পড়াশোনা করে। রোজ একসঙ্গে কলেজে যায়, একসঙ্গে ফেরে। সারাক্ষণ একসঙ্গে থাকলে দু’জন দুই মেরুর। নীলা দুর্দান্ত মেধাবী, আর জোভান খানিকটা বখাটে। মাঝে মাঝেই দু’জনের সম্পর্কে ছেদ ঘটে। তর্ক হয়। মুখ দেখাদেখি বন্ধ হয়। কিন্তু দিন কয়েক কেউ কারো মুখ না দেখলে থাকতে পারে না।
এতো ঝগড়ার পরও একজন আরেকজনের প্রিয় বন্ধু। কিন্তু তাদের বন্ধুত্বটা কিছুতেই ভালো চোখে দেখে না নীলার মা। তার কথা জোভান একদম বখাটে, পড়াশোনা করে না, কেবল টো টো করে ঘুরে বেড়ায়। এমন ছেলের তো কোনো ভবিষ্যৎ নেই। এমন হাসি আর খুনসুঁটিপনার গল্পেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকের নাম ‘চৌধুরী অ্যান্ড সন্স’। পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও নীলাঞ্জনা নীলা।
নীলা জানালেন, ‘শুটিংয়ে প্রচুর মজা করছি আমরা। পর্দায় যতটা না খুনসুঁটি দেখানো হবে, শুটিং ইউনিটে তার চেয়ে বেশি করি আমরা।’
নীলা ও জোভান ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, নাদিয়া নদী, নবী, রাজু, ড. ইনামুল হক, দিলারা জামান।
আজ থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে এটিএন বাংলায়। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে এটি।