
বিনোদন
এবার পরীমনির বিপরীতে ওপার বাংলার ওম
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
ঢাকাই ছবির মিষ্টি নায়িকা পরীমনির সঙ্গে এবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক ওম। সৈকত নাসিরের নতুন চলচ্চিত্রে ‘পাষাণ’ –এ জুটিবদ্ধ হতে যাচ্ছেন দুজন। আগামী ৫ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
জানা গেছে, চলচ্চিত্রে পরীমনির বিপরীতে নবাগত নায়ক সুমিতকে নেওয়ার কথা ছিল। পরে সিনেমার বাজারের কথা ভেবে নতুন হিরোকে নিতে পরিবেশকরা আপত্তি জানান। নতুন হিরো নিলে একটা রিস্ক থেকে যায়। অত:পর ‘পাষাণ’ ছবির নায়ক হিসেবে ওমকে চূড়ান্ত করা হয়।
চলতি মাসের ১৫ তারিখে ওম এবং ২০ তারিখে পরীমনি শুটিংয়ে অংশ নেবেন। ছবিতে আরও থাকবেন মিশা সওদাগর, মিজু আহমেদ, সাদেক বাচ্চু প্রমুখ।