
নির্ভার শ্রীলংকার সামনে অস্ট্রেলিয়া
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
ইংল্যান্ড সফরে শ্রীলংকার ক্রিকেট দেখে চারদিকে হতাশা ছড়িয়ে পড়েছিল। তিন টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি২০ সবখানেই পরাজয় বরণ করতে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারার প্রস্থানের পর লংকানদের বড় দলগুলোর মোকাবেলা করতে গিয়ে বেশ ঝক্কি ঝামেলাই পোহাতে হচ্ছিল। অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাল্লেকেলেতে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে দাপট দেখিয়ে দ্বীপদেশটি জিতেছে ১০৬ রানে। গলে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে গোটা লংকান দলই। তারওপর এই মাঠ বরাবরই তাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
০-১ ব্যবধানে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু ভেন্যুটির নাম গল বলে সংশয় থেকেই যাচ্ছে। যেভাবে তরুণ কুশল মেন্ডিস অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সেটা ছিল দেখার মতো। চায়নাম্যান বোলার লক্ষণ সান্দাকান ৮১ বছরের পুরনো রেকর্ড ভেঙে ঝলক দেখিয়েছেন। একই সাথে শ্রীলংকার জয়ের পথও প্রশস্থ করে দিয়েছেন। বুড়ো রঙ্গনা হেরাথ এখনো কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন সেটা ভালো করেই বুঝেছে স্টিভেন স্মিথের দল।
গল স্টেডিয়াম হেরাথের খুবই প্রিয়। ক্যারিয়ারে ৩১৩ উইকেটের ৭৮টিই তিনি পেয়েছেন গলে। পাল্লেকেলেতে দুর্দান্ত পারফরম্যান্সও প্রদর্শন করেছেন হেরাথ। ১০৬ রানে তুলে নিয়েছেন ৯ উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটটি টেস্ট খেললেও হেরাথ একটিতেও জয় দেখতে পারেননি। প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর এই স্পিনার শ্রীলংকার সিরিজ জয়ে বড় ভূমিকা রাখতে পারেন সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।
পরিসংখ্যান বলছে, গলে ৬১.৭৯% উইকেট ঝুলিতে ভরেছেন স্পিনাররা। তার মানে এখানে লংকা-অসি স্পিনারদের মধ্যে লড়াই দেখার সম্ভাবনাই বেশি। হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে নুয়ান প্রদীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। তার শূন্যস্থান পূরণ করতে পারেন ভিসা ফার্নান্দো বা আসিথা ফার্নান্দোর যে কেউ। অস্ট্রেলিয়া একাদশে একটাই পরিবর্তন স্টিভেন ও’কেফের জায়গায় ঢুকেছেন জন হল্যান্ড।
অস্ট্রেলিয়া (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক) অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জন হল্যান্ড।
শ্রীলংকা (সম্ভাব্য): দিমুথ করুনারত্নে, কুশল সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চন্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, লক্ষণ সান্দাকান, ভিসা ফার্নান্দো/আসিথা ফার্নান্দো।