
অলিম্পিকের মশাল জ্বালতে চান পেলে তবে…
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
শুক্রবার রিও অলিম্পিক গেমসের উদ্বোধন। প্রথমবার ব্রাজিল ও লাতিন আমেরিকায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু মারাকানা স্টেডিয়ামে এবারের অলিম্পিকের মশাল জ্বালানোর গৌরবময় কাজটি করবেন কে? ব্রাজিল ফুটবলের দেশ। সবচেয়ে বেশি ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিনটি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে গ্রেট পেলের। তাকেই অনুরোধ করা হয়েছে অলিম্পিক মশাল জ্বালতে। কিন্তু এখনো পেলে নিশ্চিত নন কাজটি করতে পারবেন কি না। স্পন্সরদের সাথে কথা বলে দেখছেন কাজটি করায় তার কোনো সমস্যা আছে কি না।
“আমার চুক্তি আছে। সেগুলো ঠিকঠাক পালন করতে হয়।” ব্রাজিলের গ্লোবো টেলিভিশনে পেলে বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সাথে তার নামের ব্র্যান্ডের চুক্তি। আলোচনা করে দেখছেন অলিম্পিক আয়োজক কমিটির আমন্ত্রণ তিনি নিতে পারবেন কি না। ৭৫ বছরের কিংবদন্তি বলেছেন, “ব্রাজিলিয়ান হিসেবে এটা করতে ভালো লাগবে আমার।” মারাকানা স্টেডিয়ামেই ১৯৬৯ সালে ক্যারিয়ারের ১০০০তম গোলটি করেছিলেন পেলে। সেখানে অলিম্পিকের যাত্রা শুরু করিয়ে দিতে পারবেন কি পেলে?
পেলে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ ও ব্রাজিলিয়ান কমিটির প্রধান কার্লোস আর্থার নুজমান তাকে মশাল জ্বালানোর অনুরোধ করেছেন। তিনি বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন। মশাল জ্বালতে হলে স্পন্সরের নির্ধারিত সফর বাতিল করতে হবে তাকে।