খেলাধুলা

এবার রিও অলিম্পিক শেষ ওয়ারিঙ্কার

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

ইনজুরি নামক ঘাতক পেয়ে বসেছে সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড়দের! সপ্তাহ খানেক আগে হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিলের রিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। এমনকি বছরের বাকি সময়ে অনুষ্ঠ্যেয় কোনো খেলায় অংশ নিতে পারবেন না ১৭ বার গ্র্যান্ডস্লাম জয়ী সুইস কিংবদন্তী।

এবার ফেদেরারের দলে যোগ দিলেন স্ট্যান ওয়ারিঙ্কা। পিঠের চোটের কারণে  রিও অলিম্পিক  থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩১ বছর বয়সী টেনিস তারকা। বর্তমানে ওয়ার্ল্ড টেনিস র‌্যাংকিংয়ে  চতুর্থ স্থানে রয়েছেন ওয়ারিঙ্কা।

রিওর লড়াই থেকে ফেদেরার ও ওয়ারিঙ্কা ছিটকে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন অ্যান্ডি মারে। ব্রিটিশ নাম্বার ওয়ান ও ২০১২ সালের অলিম্পিকে সোনাজয়ী তারকা বলেন, ‘রজার ও স্ট্যানের জন্য এটা দুর্ভাগ্য। তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। অলিম্পিকের মতো আসরে শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তাদের না থাকাটা লজ্জাও বটে।

উল্লেখ্য, আগামীকাল (৪ আগস্ট) শুরু হবে অলিম্পিকে টেনিসের লড়াই। এবারের অলিম্পক আসরে খেলতে পারছেন না  টেনিসের র‌্যাংকিংয়ের শীর্ষ দশজনের মধ্যে পাঁচজনই। এর আগে টমাস বার্ডিচ, ডমিনিক থিয়েম ও মিলোস রাওনিকও নাম প্রত্যাহার করে নিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button