ফ্যাশন

অনামিকা খান্নার ‘কুটুয়া’ কালেকশনে আগ্রহী সোনম

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

এর আগে কোন ফ্যাশন শোতে তেমন ভাবে স্পটলাইট পান নি অনামিকা খান্না। একজন চিত্রশিল্পীর যেমন ছবি আঁকা কখনও শেষ হয় না, তেমনি তিনিও যেন কলকাতা ভিত্তিক কুটুয়ার ডিজাইন করে কখনও ক্ষান্ত হন না। তিনি যেন নিজেকে খুঁজে পেয়েছেন সাজানো স্টাইল, কেপ এবং অসাধারণ সূচিকর্মের মাঝে। এছাড়া তার ডিজাইন করা সংগ্রহে প্রত্যেক সিজনের জন্য কিছু আইটেম রয়েছে।

প্রদর্শনীর শেষ দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী স্টাইল আইকন সোনম কাপুর। তিনি এই ডিজাইনারের প্রদর্শিত প্রত্যেকটি আইটেম কেনার ইচ্ছা প্রকাশ করলেন।

অনামিকা খান্না বলেন, ‘সংগ্রহটির নাম ‘হোয়েন টাইম স্টুড স্টিল’। আমি একটা ব্যাপারে সবার মনোযোগ আকর্ষণ করতে চাই, তা হল ডিজিটাল জীবনে আমরা এতটাই সীমাবদ্ধ জীবন যাপন করি যে এখানে আসল রোমাঞ্চের জন্য সুযোগ খুব কম। যদিও এটা একটি বিমূর্ত ধারণা। কিন্তু আমি এটা এমন সময়ের মধ্যেই তৈরি করে নিয়েছি।’

পোশাকের পাশাপাশি সুন্দর জুয়েলারির জন্য তিনি অম্রাপলি জয়পুরের সাথে যৌথভাবে কাজ করেন। জুয়েলারি লেবেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর তারাং অরোরা বলেন, ‘আমি তার ডিজাইনের ডিটেইল কাজ, কাট এবং নতুনত্বকে ভালোবেসে ফেলেছি। এ সমস্ত কিছু আমি সবসময় অনামিকা’র পোশাকে দেখেছি।’

Show More

আরো সংবাদ...

Back to top button