বিজ্ঞান ও প্রযুক্তি

নিরাপত্তা ইস্যুতে বিটকয়েনের ১০ শতাংশ দরপতন

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

হ্যাকিংয়ের ঘটনায় বিট কয়েনের ১০ শতাংশ দরপতন হওয়ার খবর প্রকাশ করেছে হংকং ভিত্তিক ডিজিটাল মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান বিটফাইনেক্স।

বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে বিটফাইনেক্স জানায়, তাদের ডিজিটাল মুদ্রা বিনিময় প্ল্যাটফর্ম থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ১ লাখ ২০ হাজার বিট কয়েন চুরি করা হয়েছে। আর্থিক মুল্যে যার বাজার দর ৬৫ মিলিয়ন ডলার।

এই ঘটনার পর আপাতত সকল প্রকার বিনিময় কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিটফাইনেক্স তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিও দিয়েছে। সেখানে বলা হয়েছে এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। কিন্তু সবাইকে আশ্বস্ত করতে চাই যত দ্রুত সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টা করছি।

বিটকয়েনের ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। সেইসাথে ডিজিটাল মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর জন্য এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে টোকিও ভিত্তিক প্রতিষ্ঠান এমটি গোক্সে’র ১০০ মিলিয়ন ডলার প্রতিষ্ঠান থেকে উধাও হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সেটিকে দেউলিয়া ঘোষণা করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button