বিজ্ঞান ও প্রযুক্তি

ভি২০ হবে এলজি’র পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোন

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

দক্ষিণ কোরিয়ার অ্যাডভান্সড টেকনলজি ব্র্যান্ড হিসাবে নাম করেছে এলজি। এই টেক জায়ান্টের স্মার্টফোনের কদর গোটা বিশ্বজুড়ে। সম্প্রতি এক ঘোষণায় তারা জানিয়েছে, আগামী মাস থেকেই তারা একটি প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনবে। বর্তমানে মোবাইল ব্যবসা নিয়ে কিছুটা চাপের মুখে রয়েছে এলজি। তারা আশা করছে, এই প্রিমিয়াম ব্র্যান্ডটি দিয়ে তারা আবার বাজার গরম করে ফেলবে।

গত বছরের অক্টোবরে তারা বাজারে আনে ভি১০ মডেলের স্মার্টফোন। গুগলের সর্বসাম্প্রতিক অপারেটিং সিস্টেম ন্যুগাট নিয়ে বেরিয়েছে মোকাইলটি। এবার ভি২০ দিয়ে মোবাইলের বাজারে আবারো আগের চাকচিক্য ফিরিয়ে আনতে চায় তারা।

এলজি’র দুটো প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছে বাজারে। একটি ফ্ল্যাগশিপ জি সিরিজ। বর্তমানে প্রতিযোগিতা করছে এলজি জি৫। আশানুরূপ বিক্রি হয়নি তাদের। কিছু জটিলতা ও ত্রুটির কারণে মডেলটি হিট হয়নি। ইতিমধ্যে এপ্রিল থেকে জুন কোয়ার্টারে মোবাইল ব্যবসায় লোকসান গুনছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহেই এলজি জানায়, জি সিরিজের পাশাপাশি আরেকটি প্রিমিয়াম ব্র্যান্ড আনবে তারা। আর দ্বিতীয়টি ভি সিরিজ। প্রতিযোগীরাও নানা ধরনের স্মার্টফোন বাজারে আনছেই। আর তাদের সঙ্গে তাল মেলাতেই এমন সিদ্ধান্ত এলজি’র। সূত্র : হিন্দুস্তান টাইমস

Show More

আরো সংবাদ...

Back to top button