
দুবাইতে আমিরাতের বিমানের ক্র্যাশ ল্যান্ডিং
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আমিরাত এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভারত থেকে উড্ডয়নের পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ যাত্রী নিয়ে বিধ্বস্ত অবস্থায় অবতরণ করেছে। বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এই সংবাদ জানিয়েছে।
অবতরণের পর অনলাইনে পোস্ট করা বিমানের ছবিতে ধোঁয়া উড়তে দেখা যায়। দুবাই সরকার টুইটারে জানিয়েছে, সমস্ত আরোহীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। কেউই হতাহত হন নি।
আমিরাত এয়ারলাইন্সের এই বোয়িং-৭৪৭ বিমানটি ভারতের ত্রিভানদ্রাম শহর থেকে দুবাইয়ের উদ্দেশ্যেই যাত্রা করেছিল। কিন্তু দুবাইয়ে অবতরণের সময় বিপত্তি বাধে, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি প্রায় বিধ্বস্ত অবস্থায় রানওয়েতে নামতে সক্ষম হয়।
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে ২৭৫ জন যাত্রী ও ক্রুরা ছিলেন। তারা টুইটারে জানিয়েছে, ‘এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তাকেই সবার আগে বিবেচনা করেছি আমরা।’
বিমান চলাচল পর্যবেক্ষণকারী দল ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই আকস্মিক বিধ্বস্ত অবতরণের ঘটনায় দুবাই বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।