
আন্তর্জাতিক
স্ত্রীকেই ভাইস প্রেসিডেন্ট করতে চান প্রেসিডেন্ট
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আসছে নভেম্বরে ৩য় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে লড়াই করবেন নিকারাগুয়ার বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। সেই উদ্দেশ্যে নিজের স্ত্রীকেই অর্থাৎ বর্তমান ফার্স্ট লেডিকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, নিকারাগুয়ার ফার্স্ট লেডি রোসারিও মুরিল্লি বর্তমানে সরকারের প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। বলা হয়, তার ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতার সমান।
ব্যক্তিগত জীবনে উচ্চশিক্ষিত এই নারী ৭ সন্তানের জননী। শুধু তাই নাই তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন। কবিও হিসেবেই তার সুনাম রয়েছে। দেশটির টিভি মিডিয়ায় তিনি খুবই পরিচিত একটি মুখ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ১৯৭৯ সালে প্রথম ক্ষমতায় আসেন। ১৯৯০ সালের নির্বাচনে তার পরাজয় হলেও ২০০৭ সালে আবারো নির্বাচিত হন তিনি।