আন্তর্জাতিক

লিবিয়ায় আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত ১৮

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহরে বেনগাজিতে সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ বিস্ফোরণে শহরের পশ্চিমে আল-গুওয়ারসা এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই এলাকাটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অনুগত সৈন্য ও ইসলামপন্থী সৈন্যদের সংঘর্ষের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদ সংস্থাগুলো জানায়, এই বিস্ফোরণের পেছনে ছিল একটি ইসলামী দল, বেনগাজিতে বিপ্লবী শুরা কাউন্সিল।

বেনগাজির একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনীর সদর দফতরের ১৪৬ সৈন্যকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। যে শহর ইসলামপন্থী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে ওই সৈন্যদল।

Show More

আরো সংবাদ...

Back to top button