আন্তর্জাতিক

জাপানের সমুদ্রসীমার নিকটে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

সম্প্রতি আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে জানান, উত্তর কোরিয়ার এরূপ আচরণ ক্ষমার অযোগ্য। নিশ্চিতভাবেই এটি জাপানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। মধ্যম মানের একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার চালানো তাদের এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি জাপানের সমুদ্রসীমার সবচাইতে নিকটবর্তী স্থানে অবতরণ করা হয়েছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত হওয়াঙ্গাই প্রদেশের সমুদ্রতীর থেকে রোডং জাতের একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি উত্তর কোরিয়ার করা বেশ কিছু মাঝারি মানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে এটিও একটি।

এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও বার বার জাপানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা করার মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এটা কোনভাবেই ক্ষমার যোগ্য নয়। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানে থাকা মার্কিন কর্মকর্তারা জানান, দুটি রোডং জাতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর কোরিয়া থেকে।

Show More

আরো সংবাদ...

Back to top button