জাতীয়

নেদারল্যান্ডসের উন্নয়ন বিষয়ক মন্ত্রী আসছেন সেপ্টেম্বরে

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

তৈরি পোশাক খাতের উন্নয়নে সহয়তা দেবে নেদারল্যান্ডস। এ বিষয়ে আলোচনা করতে আগামী মাসে(সেপ্টেম্বরে) দেশটির উন্নয়ন বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওলি কুয়েলনারে এ তথ্য জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লিওলি কুয়েলনারে।
তিনি বলেন, সহায়তার মধ্যে আর্থিক ও কারিগরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের উন্নয়ন বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বিষয়গুলো চূড়ান্ত হবে। একই সময় তারা তৈরি পোশাক খাত নিয়ে ‘সাসটেইনেবল সোর্সিং অব আরএমজি সেক্টর’ শীর্ষক একটি কনফারেন্সে করবে। ওই কনফারেন্সে তোফায়েল আহমেদকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন লিওলি। মূলত এ বিষয়গুলো মন্ত্রীকে জানাতে রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে এসেছিলেন।

বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, ‘নেদারল্যান্ডস আমাদের ভালো বন্ধু। তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তৈরি পোশাকের বড় ক্রেতা নেদারল্যান্ডস। আমরা সব সময় তাদের সহযোগিতা পাই।

প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছর বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে পণ্য রফতানির পরিমাণ ৮০ কোটি ডলার।

Show More

আরো সংবাদ...

Back to top button