
পুলিশের ধাওয়ায় যুবকের মৃত্যু, স্থানীয়দের পিটুনিতে পুলিশ সদস্য নিহত
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে এবং ধাওয়াকারী পুলিশের এক সদস্য স্থানীয়দের পিটুনিতে মারা গেছেন।
আজ ৩ আগস্ট বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলার রাইজদিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল মতিন (৪৫) ও পুলিশ সদস্য আরিফুর রহমান। নিহত ওই যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বুধবার সন্ধ্যা ছয়টায় এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়। ওই সময়ে আবদুল মতিন দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। তখন তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুর রহমানও পুকুরে নামেন। এ সময় পুকুরে ডুবে আবদুল মতিনের মৃত্যু ঘটে। পরে আরিফুর রহমান তীরে ওঠার সময়ে এলাকার লোকজন ইট পাটকেল ছুড়তে থাকে এবং পিটুনি দেয়। এতে পুলিশের কনস্টেবল আরিফুর মারা যান।
এদিকে নিহত আবদুল মতিন মাদক ব্যবসায়ী ছিল পুলিশ এমনটা দাবি করলেও এলাকাবাসী জানান, সে একজন পানের দোকানদার।