জেলার সংবাদ

বন্দুকযুদ্ধে নিহত নজরুল পুরোহিত হত্যা মামলার আসামি

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় ওরফে যগেশ্বর দাসাধিকারী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী জেএমবির নারী সদস্য সাজিদা আক্তার বর্তমানে টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছেন।

বুধবার পুলিশ সূত্রে বিষয়টি জানা যায়। নিহত নজরুল হাসান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহাট এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

নজরুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল বাড়ির পাশে একটি মাদরাসা এবং পরে সৈয়দপুরের একটি মাদরাসায় পড়াশোনা করেন। এক সময় তিনি দেবীগঞ্জ শহরে মশলার ব্যবসা শুরু করেন। প্রায় দু’বছর আগে তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকায় আসেন। এরপর থেকে বাড়ির কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না।

জানা যায়, নজরুল মাঝেমধ্যে উধাও হয়ে যেতেন। কারণ জিজ্ঞাসা করতে গিয়ে প্রথম স্ত্রী ইসমত আরা নজরুলের জেএমবি সম্পৃক্ততা সম্পর্কে বুঝতে পারেন। এতে সমর্থন না দেয়ায় নজরুল প্রথম স্ত্রীকে তালাক দেন।

গত ৪ জুলাই টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশ উপজেলার যোকারচর রেলগেটের পাশে একটি বাড়ি থেকে জেএমবির তিন নারী সদস্যকে গ্রেফতার করে। এদেরই একজন সাজিদা পুলিশের কাছে নিজেকে নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে জানায়।

তবে দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, দেবীগঞ্জের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার ৪ নং চার্জশিটভুক্ত আসামি জঙ্গি নজরুল বর্তমানে পলাতক রয়েছে। কোথায় বন্দুকযুদ্ধে কে নিহত হয়েছে এ নিয়ে আমরা কিছু জানি না।

পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াসউদ্দীন আহমেদ বলেন, জেএমবি সদস্য নজরুলের বন্দুকযুদ্ধে নিহত হওয়া সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছু জানি না। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button