জেলার সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া মরডাঙ্গা স্যাটেলাইট স্কুল এলাকা থেকে তিন হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়ার মৃত জামাল মল্লিকের ছেলে নাসিম মল্লিক (২৮) ও গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামের মৃত মনির শেখের ছেলে মাদক ব্যবসায়ী সাগর শেখ ওরফে মুকুল (২৭)।

পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার পাচুরিয়া মরডাঙ্গা স্যাটেলাইট স্কুল এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন-সংবাদের ভিত্তিতে সিআইডি সেখানে অভিযান চালায়। এ সময় মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সিআইডি পুলিশ পরিদর্শক শেখ মো. আকতারুজ্জামানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Show More

আরো সংবাদ...

Back to top button