
ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে ট্রাকের ধাক্কায় বাস খাদে, নারী নিহত
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম আলেয়া খাতুন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাটখালি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। এ ছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাব্দিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনার পর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন ট্রাফিক সার্জেন্ট শ্রী সত্যবান শাহাকে ডেকে তার কার্যালয়ে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেন ইউএনও।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকালে গোদাগাড়ীর সাব্দিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাফিক সার্জেন্ট শ্রী সত্যবান শাহাসহ অপর একজন কনস্টেবল যানবাহন তল্লাশির নামে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় সকাল ১১টার দিকে রাজশাহী থেকে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। সার্জেন্ট সত্যবান ওই ট্রাকটি থামিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করলে চালক ট্রাক না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী আলেয়া খাতুন নিহত হন। এ ছাড়াও আহত হন আরও অন্তত ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এদের মধ্যে ১৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদা হাসান ঘটনাস্থলে যান। এ সময় প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে অভিযোগ পেয়ে অভিযুক্ত সার্জেন্ট সত্যবানকে ডেকে নিয়ে ইউএনও তার কার্যালয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে সার্জেন্টকে ছেড়ে দেন তিনি।
এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলে সার্জেণ্ট সত্যবান ছিলেন বলে আমরা প্রমাণ পেয়েছি। তার কারণে যে ঘটনাটি ঘটেছি, সেটি ন্যাক্কারজনক। আমরা তার বিরুদ্ধে রিপোর্ট দিব। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।