জেলার সংবাদ

দ্বিতীয় দিনেও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

বিদুৎ উন্নয়ন বোর্ডকে কম্পানিতে রুপান্তর করার প্রতিবাদে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রে ২য় দিনেও বিক্ষোভ অব্যাহত ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় দেশের উত্তর অঞ্চলের রংপুর ও রাজশাহী বিতরণ জোনকে সরকার কম্পানিতে রুপান্তরিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত সকাল থেকে শুরু করে ধর্মঘট অব্যাহত রাখে তাপবিদুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা। এর ফলে অচল হয়ে পড়েছে বড়পুকুরিয়া ২৫০ মেঃ কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র।

আজ বুধবার পূর্বের ন্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে সকাল ১০টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে এবং বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা উক্ত দাবির পক্ষে মিছিল বের করে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে দিনাজপুরের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ ১৯০২) এর সভাপতি জিল্লুর রহমান জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আমরা সেবা দিয়ে আসছি। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী সরকারকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালনা করে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কম্পানিতে রূপান্তুরিত করে সরকারি এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় বিদ্যুৎ কেন্দ্রে অচলাবস্থা দেখা দিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button