আন্তর্জাতিক

লন্ডনের রাসেল স্কয়ারে হামলায় নারী নিহত, আহত ৬

ঢাকা, ০৪ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে একজন নারী নিহত এবং আহত হয়েছেন আরো ৬জন।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে টেলিগ্রাফ।

খবরে বলা হয়, লন্ডনের স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩৩ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষা করার কথা বলছে পুলিশ।

লন্ডন পুলিশ এ ঘটনায় হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ এ হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button