
আইন ও আদালত
হুম্মাম কাদের চৌধুরীকে তুলে নিয়ে গেছে ডিবি
ঢাকা, ০৪ আগস্ট, (ডেইলি টাইমস ২৪): মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিএমএম আদালতের সামনে থেকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
হুম্মামের আইনজীবী মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী জানান, নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘ট্রাইবুনালে হাজিরার সময় হুম্মাম কাদের ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নিয়মিত হাজিরা দিতেই সেখানে গিয়েছিলেন। এ সময় ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।’
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।