আন্তর্জাতিক

আইএস দুর্বল হয়ে পড়ছে: ওবামা

ঢাকা, ০৫ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা দুর্বল হয়ে পড়ছে। তবে আইএস এখনো হুমকি।

বৃহস্পতিবার পেন্টাগনে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দখল হারালেও আইএস এখন তাদের যুদ্ধ বিশ্বের অন্য দেশগুলোতে সরিয়ে নিচ্ছে। আইএসের আধুনিক কৌশল অনুসারে একক কোন ব্যক্তি বা ছোট একটি দলের হাতে সাধারণ মানুষ মারা পড়ার হুমকি এখন খুবই বাস্তব হুমকি। যুক্তরাষ্ট্রে আইএসের নেটওয়ার্কও চালু হয়ে থাকতে পারে। খবর: বিবিসি

ওবামা বলেন, আইএস বিদেশে হামলার পরিকল্পনা করছে। সারা বছর ধরে সিরিয়া ও ইরাকে আইএস বড় ধরনের কোনো সফল অভিযান চালাতে পারেনি। তবে ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। আইএস যুক্তরাষ্ট্র অথবা ন্যাটো অংশীদারদের পরাজিত করতে পারবে না। আইএস অপরাজেয় নয়। তারা অবশ্যই পরাজিত হবে। সিরিয়ার রাকা ও ইরাকের মসুলে আইএসের শক্ত ঘাঁটি রয়েছে। এগুলো শিগগিরই তারা হারাবে।

Show More

আরো সংবাদ...

Back to top button