
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
দীর্ঘ বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।
বর্তমান আইসিসি ক্রিকেট র্যাংকিংয়ে ৯৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। অন্যদিকে র্যাংকিংয়ে দশ নম্বরে থাকা আফগানদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। তবে র্যাংকিংয়ে যাই থাকুক এর আগে একদিনের ক্রিকেটে দুইবারের দেখায় ফলাফল ১-১। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০১৪ সালের এশিয়া কাপে প্রথম দেখায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিলো আফগানরা। ২০১৫ বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত সেই ম্যাচে টাইগারদের জয়ে ১০৫ রানের।
এই ম্যাচে নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইমরুল কায়েস ও মোসাদ্দেকের মধ্যে একজনকে বেছে নিতে হবে।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম/রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।