জাতীয়

নতুন বছর থেকে বিশেষ নিরাপত্তার আওতায় আসছে সচিবালয়

ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নতুন বছরে (২০১৭ সাল) বিশেষ নিরাপত্তার আওতায় আসছে বাংলাদেশ সচিবালয়। ইতোমধ্যে সব ধরনের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে তা আরো বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আগামী ডিসেম্বরের পর সচিবালয়ের চার দেয়ালের বাইরেও নজরদারি থাকবে নিরাপত্তা কর্মীদের।

সচিবালয়ের চার কোনায় চারটিসহ মোট সাতটি ওয়াচ টাওয়ার, বাউন্ডারি ওয়ালের বাইরে নিরাপত্তা বাহিনীর জন্য থাকবে ১২টি সেন্ট্রিপোস্ট। এছাড়া থাকবে বাড়তি সিসিটিভি।

এভাবে সাজানো হবে সচিবালয়ের বাইরের নিরাপত্তা বলয়। নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে সহজে পার পাবে না কোনো দুষ্কৃতিকারী।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেদ আলী বাংলানিউজকে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে হবে। তারপর শুরু হবে ওয়াচ টাওয়ার থেকে সচিবালয়ের বাইরের নিরাপত্তা নজরদারি।

এদিকে সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার করতে ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে একটি আদেশ জারি করা হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জারি করা আদেশে অকারণে যাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ অফিস নথিসহ বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণে এ নিরাপত্তা জোরদার করা হবে।

অন্যদিকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। এর আগে সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তায় সচিবালয়ের গেটে ডিজিটাল হাইড্রলিক ব্লক বসানো হয়েছে। সচিবালয়ের এক নম্বর গেট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে নতুন গেটে ‘ডিজিটাল পাস’ ব্যবহার শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সচিবালয়ে প্রবেশে সব কর্মকর্তা-কর্মচারীসহ নিয়মিত প্রবেশের পাসও ডিজিটাল করা হবে।

সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জানা গেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়াতে সচিবালয়ের ভেতরে প্রবেশে গাড়ি স্ক্যান করার জন্য আরো ৫টি ডিজিটাল ব্লক বসানো হবে। পায়ে হেঁটে যাওয়ার গেটেই বডি স্ক্যানের জন্য বসানো হবে আরো তিনটি আর্চওয়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিগত মহাজোট সরকারের মাঝামাঝি সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু হলে জামায়াত-শিবির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন সন্ত্রাসের পথ বেছে নেয়। এ সন্ত্রাসের ধারাবাহিকতায় সচিবালয়ের চার দেয়ালের ভেতরেও স্বরাষ্ট্রমন্ত্রণালয় লক্ষ্য করে বোমা ছোড়ে।

২০১২ সালের ২৮ এপ্রিল বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের হরতালে সমর্থকদের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাউন্ডারিতে দু’টি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বাইরে বিস্ফোরিত হলেও অপরটি বাউন্ডারির ভেতরে বিস্ফোরিত হয়।

এরপর থেকেই ধাপে ধাপে নিরাপত্তা বাড়ানো হয় সচিবালয়ের ভেতরে ও বাইরে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু করলে দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে বিশেষ মহল তৎপর হয়ে ওঠে।

সচিবালয়ের চারদিকে ৭টি ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ প্রায় শেষ দিকে। বাউন্ডারি ওয়ালের বাইরে নিরাপত্তার জন্য ১২টি চেকপোস্ট নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button