
শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ক্লাস শুরুর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের তদারকির নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা কলেজে ‘জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্লাস শুরু’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা জানান।
মঙ্গলবার ঢাকা কলেজ মাঠে সুশৃঙ্খল সারিতে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একসুরে জাতীয় সংগীত গান শিক্ষা মন্ত্রী। আর তালে তালে উঠছে জাতীয় পতাকা।
স্কুলগুলোতে নিয়মিতই এমন দৃশ্য দেখা গেলেও কলেজে দেখা যায় কালেভাদ্রে। তাই সবাইকে উদ্বুদ্ধ করতে বেশ ঘটা করেই এমন আয়োজন করলো প্রতিষ্ঠানটি। জানানো হলো- এখন থেকে নিয়মিত ভাবেই চলবে এ কার্যক্রম।
ঢাকা কলেজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রতিদিন জাতীয় সংগীত পরিবেশ ও পতাকা উত্তোলনের আহবান জানান শিক্ষামন্ত্রী।
এছাড়া ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জাতীয় ইতিহাস-ঐতিহ্যের শিক্ষাদান বাধ্যতামূলক করতে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।সূত্র: সময় টিভি