
জাতীয়
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া – মোহাজন সড়কে খালচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মাটি বহনকারী একটি ট্রলি (মিনি পিকআপ) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, এসময় ট্রলিতে থাকা ওই শ্রমিক মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।