রাজনীতি

‘জিয়ার লাশ গুম করতে চেয়েছিলেন এরশাদ’

ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানদাব করে বলেছেন, ‘জিয়াউর রহমানের লাশ গুম করতে চেয়েছিলেন এইচএম এরশাদ। কিন্তু প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ রাঙ্গুনিয়া থেকে জিয়ার মরদেহ চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসেন।’

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন আয়োজিত প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর স্মরণসভায় এ দাবি করেন তিনি।

বিএনপির ওই নেতা আরও বলেন, ‘হত্যার পর কিছু বিপথগামী সেনাসদস্য জিয়াউর রহমানকে লুকিয়ে রেখেছিলেন। চট্টগ্রামে অনেক খোঁজাখুঁজির পর আমরা খবর পেলাম, রাঙ্গুনিয়ায় একটি পাহাড়ের তলদেশে তাকে লুকিয়ে রাখা হয়েছে। আমি এবং শ্রমিক নেতা আবদুল গফুর একটি বেবিট্যাক্সি করে সেখানে গেলাম। গিয়ে দেখি, ধানক্ষেতের ওপর দিয়ে কয়েকজন ত্রিপল দিয়ে একটি লাশ নিয়ে আসছেন। দৌড়ে লাশের সামনে গেলাম। একজন সেনা কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলেন, হু আর ইউ। বললাম, আমি আবদুল্লাহ আল নোমান। পরে জানলাম তিনি হান্নান শাহ।’

তিনি বলেন, ‘হান্নান শাহর অন্তরে জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, আনুগত্য ছিল, সে কারণেই তিনি তার মরদেহ আনতে গিয়েছিলেন। এ দায়িত্ব তিনি পালন না করলেও পারতেন। কারণ এরশাদ জিয়ার লাশ তাকে আনতে বলেননি। এরশাদ উল্টো জিয়ার লাশ গুম করে ফেলতে চেয়েছিলেন। হান্নান শাহ সে সময় চট্টগ্রামে মিলিটারি একাডেমির পরিচালক ছিলেন। সে সুবাদে তিনি জিয়ার মরদেহ প্রথমে সেনানিবাসে নিয়ে আসেন। এর জন্যই পরবর্তী সময়ে তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছিল।’

সার্ক সম্মেলন নিয়ে আওয়ামী লীগের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘সার্ক এ অঞ্চলের শান্তি রক্ষার অন্যতম সংগঠন। সার্কের গুরুত্ব আমরা সবাই অনুভব করি। হঠাৎ করে সার্কের প্রয়োজন নেই, এমন কথা আওয়ামী লীগ ঘরানার সাবেক রাষ্ট্রদূত এবং তাদের নেতারা বলতে শুরু করেছেন। আসলে সার্ককে অকার্যকর করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা মানব না।’

কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা শাহ মো. আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button