জেলার সংবাদ

সিরাজগঞ্জে জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের তিন সহোদর মো. সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মো. বরকতুল্লাহ (৩০)। এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।   পুলিশ জানায়, ওই তিন ভাই জঙ্গি তৎপরতার অংশ হিসেবে গোপনে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, এরা একটি সন্ত্রাসী মামলার জামিনপ্রাপ্ত আসামি। উল্লেখ্য, এ পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আত্মঘাতী দলের আট নারী সদস্যসহ মোট ২৮ জঙ্গিকে আটক করেছে জেলা পুলিশ।

Show More

আরো সংবাদ...

Back to top button