
ফের ব্যর্থ সৌম্য
ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আবারো ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। বিসিবি একাদশ ও ইংল্যন্ডের মধ্যকার একমাত্র প্রস্ততি ম্যাচও রান পাননি তিনি।
মঙ্গলবার সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট হাতে ক্রিজে নেমে তিনি ২২ মিনিট অতিবাহিত করে ১৩ বলে করেছেন মাত্র ৭ রান। ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশী এই ওপেনার।
এর আগে আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডেতেই ব্যর্থ হন সৌম্য। তিন ম্যাচের প্রথমটিতে শূন্য রানে আউট হন তিনি। এরপর দ্বিতীয়টিতে ২০ ও শেষ ম্যাচে ১১ রান করেন।
দীর্ঘদিন ধরেই দারুণ খরা যাচ্ছে তার। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে কোথাও রান পাচ্ছেন না তিনি। যেভাবে শুরু হয়েছিল তার ক্যারিয়ার, তা ধারে রাখতে পারছেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশ ও ইংল্যন্ডের মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন।
ইনিংস শেষে নির্ধারিত ৫০ ওভারে বিসিবি একাদশের সংগ্রহ ৯ উইকেটে ৩০৯ রান। জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ৩১০ রান।