খেলাধুলা

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ!

ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। জানা গেছে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর অবধি ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী সবগুলো সিরিজে বাংলাদেশ হেরে গেলেও সেটা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলায় কোনো বাঁধা সৃষ্টি করতে পারবে না।

মাশরাফি বিন মুর্তজার দল বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ের সাতে অবস্থান করছে। তাদের রেটিং পয়েন্ট ৯৫। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে পাঁচ রেটিং পয়েন্টে পিছিয়ে আছে। আর ছয় রেটিং পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশের ঠিক ওপরেই আছে অ্যাঞ্জেলো ম্যাথুজের শ্রীলঙ্কা।

আগামী শুক্রবার থেকে দেশের মাটিতে সফরকারী ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের পাঁচে অবস্থান করছে। সিরিজে তাদের হোয়াইটওয়াশ করতে পারলেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে সরিয়ে উঠে যাবে ছয়-এ।

২০১৯ সালের ৩০ মে থেকে ১৫ জুলাই – এই সময়ে ইংল্যান্ড ও ওয়েলসে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। সেই বিশ্বকাপ কোয়ালিফিকেশন র‌্যাংকিং ঠিক করা হয় সর্বশেষ দু’বছরের ফলাফলের ওপর ভিত্তি করে। দলগুলোর সর্বশেষ অবস্থা বোঝার জন্য এই র‌্যাংকিং শুধু আইসিসির সদস্য দেশগুলের বোর্ডগুলোকে জানানো হয়। আর সেটা জানতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৭ এর ৩০ সেপ্টেম্বর অবধি সবগুলো সিরিজ হারলেও বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ের আটে থাকবে। ফলে, সরাসরি বিশ্বকাপ খেলতে কোনো বাঁধা নেই। তবে, এফটিপির বাইরে কোনো সিরিজ খেলে সেটাতে হেরে গেলে বিপদ আসতে পারে।

Show More

আরো সংবাদ...

Back to top button