রাজনীতি

হান্নান শাহের মৃত্যুতে দেশপ্রেমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

ঢাকা, ০৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত হান্নান শাহর মৃত্যুতে দেশপ্রেমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর শোকসভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের শাসনামলে যিনিই কথা বলছেন তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসছে উল্লেখ করে তিনি বলেন, তার শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা হয়তো হান্নান শাহকে ফিরে পাবো না কিন্তু তার পথে চলতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তার অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, গোটা দেশ যখন কঠিন সময় অতিক্রম করছে তখন আমাদের শোকসভা করতে হচ্ছে। যখন কথা বলার মানুষ কমতে শুরু করছে তখন না ফেরার দেশে চলে গেলেন আদর্শের প্রতীক হান্নান শাহ।

তিনি (হান্নান শাহ) গণতন্ত্রের কথা বলতেন, অধিকার আদায়ের কথা বলতেন। তাকে এত দ্রুত হারাতে হবে কোনো দিন কল্পনাও করিনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button