
জাতীয়
নিহত জঙ্গি খায়রুলের ২ সহযোগীর আত্মসমর্পণ
ঢাকা, ০৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত জঙ্গি খায়রুল ইসলামের দুই সহযোগী আব্দুল হাকিম (২২) ও মাহামুদুল হাসান (১৭) জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুরে বগুড়ার শহীদ মিলনায়তনে ভালো পথে ফিরে আসার প্রত্যয়ে তারা আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব)।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সে সময় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আশার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।