
শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে ওয়াসার এমডিকে নির্দেশ
ঢাকা, ০৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
শুষ্ক মৌসুমে পানির জন্য গৃহবধূদের কলসি নিয়ে যেন রাস্তায় নামতে না হয় সেজন্য ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (০৫ অক্টোবর) ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘কালশী বস্তিতে পানি সংযোগ হস্তান্তর’ অনুষ্ঠানে এ নির্দেশ দেন মন্ত্রী।
ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, ঢাকা শহরে লোকসংখ্যা অনেক বেশি। তবুও প্রত্যেকটি মানুষের কাছে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পানির জন্য কোনো গৃহবধূর কান্না যেন আমাকে না শুনতে হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। আরও উপস্থিত ছিলেন, ওয়াসার চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ইউসিসেফের আবাসিক প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার প্রমুখ।
মন্ত্রী বলেন, পানি মানুষের মৌলিক চাহিদা। প্রধানমন্ত্রী এ মৌলিক চাহিদা মেটানোর জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন। আগে ভূগস্থ উৎস থেকে ৭৮ ভাগ এবং অন্য উৎস থেকে ২০ ভাগ পানি সংরক্ষণ করা হতো। এ প্রকল্প হাতে নেওয়ার ফলে ৭৮ ভাগ পানি বৃষ্টিসহ উৎস থেকে এবং ২০ ভাগ অন্য উৎস থেকে সংগ্রহ করতে হবে। যেন প্রতিটি মানুষের হাতে পানি পৌঁছে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশে এ প্রকল্প।
এলজিআরডি মন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের কাছে পানি পৌঁছে দেওয়া ওয়াসার দায়িত্ব। আগে ঢাকায় ২০ লাখ মানুষ ছিল আর এখন ২ কোটির উপরে আছে।
এসময় ওয়াসা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, ওয়াসার পানি সরবরাহ প্রক্রিয়া প্রকট আকার ধারণ করেছে। এটা দ্রুত সমাধান করতে হবে। অবৈধ লাইন বন্ধ করার পাশাপাশি নতুন সংযোগ সহজে দিতে হবে এবং নজরদারি বাড়াতে হবে।