রাজনীতি

‘সরকারের নির্যাতন গণতন্ত্রের সংগ্রামী মানুষদের নিঃশেষ করে দিচ্ছে’

ঢাকা, ০৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নিপীড়ন-নির্যাতন একে একে গণতন্ত্রের সংগ্রামী মানুষদের নিঃশেষ করে দিচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত আ স ম হান্নান শাহর স্মরণে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক শোকসভায় মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন। সভায় তিনি সভাপতিত্ব করেন।
মির্জা ফখরুল বলেন, হান্নান শাহ একা নন, আজকে যারা গণতন্ত্রের কথা বলছেন, তাদের ওপরও অত্যাচার-নির্যাতন চলে আসছে।
হান্নান শাহকে গণতন্ত্রের অকৃত্রিম সৈনিক অভিহিত করে তিনি বলেন, এখন এমন এক সময় তাঁর শোকসভা করতে হচ্ছে, যখন দেশ কঠিন সময় পার করছে। সত্য কথা বলা প্রায় বন্ধ। দেশের হয়ে কথা বলার মানুষ যখন কমে যাচ্ছে, তখন হান্নান শাহও এত তাড়াতাড়ি এই সময় চলে যাবেন কল্পনাও করিনি।
বিএনপির মহাসচিব বলেন, হান্নান শাহকে ফিরে পাব না, কিন্তু তাঁর দেখানো পথ-আদর্শকে ধারণ করে চলতে হবে। তিনি যে কাজগুলো শেষ করতে পারেননি, আমাদের শেষ করতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button