
ব্যবহারকারীদের উপর ইয়াহুর গোয়েন্দাগিরি
ঢাকা, ০৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
গোপনে ব্যবহারকারীদের ই-মেইলে নজরদারির মাধ্যমে গোয়েন্দাগিরি করছিল বিনামূল্যে মেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। আর এই নজরদারি করতে প্রতিষ্ঠানটি তৈরি করেছিল একটি বিশেষ সফটওয়্যার।
এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
সম্প্রতি রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে ব্যবহারকারীদের তথ্য তুলে দিতে এ কাজ করেছিল ইয়াহু। আর এ জন্য গত বছর ইয়াহু তৈরি করেছিল একটি বিশেষ সফটওয়্যার। যা দিয়ে ব্যবহারকারীদের কাছে আসা মেইলগুলো স্ক্যান করে তথ্য সংগ্রহ করা যায়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা ইয়াহুকে কাজে লাগিয়ে কোন ধরনের তথ্য জানতে চাইছিল তা জানা যায়নি।
রয়টার্স আরও জানায়, তাদেরকে এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটির দুইজন সাবেক কর্মকর্তা এবং তৃতীয় একজন ব্যক্তি।
তবে প্রকাশিত প্রতিবেদনের উত্তরে এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, ইয়াহু যুক্তরাষ্ট্রের প্রচলিত সব আইন মেনে চলে।