জাতীয়

যুগ্মসচিব গোলাম মোস্তফা খান মারা গেছেন

ঢাকা, ০৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

যুগ্মসচিব গোলাম মোস্তফা খান আজ বুধবার সকাল পৌনে ১১টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

গোলাম মোস্তফা খান ১৯৮৬ ব্যাচ-এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (বহির্গমন) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button