জাতীয়

খাদিজার ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খাদিজা বেগমের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যেই অপরাধ করুক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।

বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়ায় নবনির্মিত বেড়া মডেল থানা ভবন উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদিজার ওপর যে হামলা করেছে তার ব্যাপারে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বক্তব্য দিয়েছে। আমাদের অবস্থানও স্পষ্ট। হামলাকারীর যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা হয় সেটা আমরা করব।

দেশে জঙ্গিবাদ শেষ হয়েছে কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলবো না- ওরা শেষ হয়েছে। তারা নতুন নতুন নামে আবির্ভুত হচ্ছে। কিন্ত আমাদের আইন-শৃংখলা বাহিনী তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে।

গুলশান হামলার পলাতক জঙ্গিদের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, পলাতক জঙ্গিসহ সবকিছুই আইন-শৃংখলা বাহিনীর নজরদারিতে রয়েছে। তারা এখন আর হঠাৎ করেই কোনো হামলা চালাতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সন্ত্রাসীদের ঘৃণা করে। জঙ্গিবাদ প্রতিরোধে সাধারণ মানুষ এগিয়ে আসায় দেশের সার্বিক পরিস্থিতি আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মন্ত্রী থানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে ভারপ্রাপ্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, জেলা প্রশাসক রেখা রানী বালো বক্তব্য দেন।

প্রসঙ্গত, ১৮১৬ সালে বেড়া থানা প্রতিষ্ঠা হয় মথুরা থানা নামে। যমুনায় সেই থানা ভেঙ্গে গেলে ১৯৩৮ সালে বেড়ায় বর্তমান জায়গায় থানা স্থানান্তর হয় এবং ২০১১ সালে মডেল থানা হিসাবে উন্নীত হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button