
৬ বছরে নিয়োগ হয়েছে ২০ হাজার বিসিএস ক্যাডার
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সরকারি কর্মকমিশন (পিএসসি) ২০১০ সাল থেকে এ পর্যন্ত (২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪তম বিসিএসের মাধ্যমে) ২০ হাজার ৭০৯ প্রার্থীকে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে। সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৯৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে। অবশিষ্ট ৮১১ জনের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন তদন্ত প্রক্রিয়াধীন। পরিপূর্ণ তথ্য প্রাপ্তি সাপেক্ষে তাদের চূড়ান্ত নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর-পর্বে সরকার দলীয় সদস্য মুহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, চলতি অর্থবছর সরকারি পর্যায়ে লোক নিয়োগ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং সরকারি দফতরসমূহে ১৩-১০তম গ্রেডে স্ব-স্ব মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের নিয়োগবিধি অনুযায়ী নিয়মিতভাবে শূন্যপদে জনবল নিয়োগ করা হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন কর্তৃক দশম ও নবম গ্রেডে নিয়মিতভাবে শূন্যপদে জনবল নিয়োগ করা হচ্ছে।
চলতি অর্থবছর সরকারি কর্মকমিশন ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ২ হাজার ১৫৬ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করেছে। সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর উপযুক্তদের নিয়োগ দেয়া হবে।