
জাতীয়
কুমিল্লায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
কুমিল্লা সদর দক্ষিণ থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ মালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মালেক চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে লালমাই বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাজেন্ট ইব্রাহীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালেককে লাইমাই বাজার থেকে তল্লাশি করে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পুলিশ জানায়, এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।