
সচিবালয়ে ভূমিকম্পের মহড়া রোববার
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ভূমিকম্প সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি করতে আগামী রোববার সচিবালয়ের মহড়া অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ওইদিন বেলা ১১টায় এ মহড়ার আয়োজন করবে।
এতে ভূমিকম্পে করণীয় এবং অগ্নি-প্রতিরোধ, আগুন নিভানো, উদ্ধার ও জরুরি বর্হিগমন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। সচিবালয়ে বৃহস্পতিবার মহড়া বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এসব তথ্য জানান।
সচিব বলেন, সচিবালয়ে ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) ভবন রয়েছে। ৩ ও ৪ নম্বর ভবন অনেক পুরনো। এ ভবনগুলোতে অবস্থানকারীদের আমরা সচেতন করে তুলব। মহড়ার সময় উদ্ধার অভিযানের সঙ্গে সবাইকে সচেতন করে তোলা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হবে। দিবসের অংশ হিসেবে সচিবালয়ে মহড়ার আয়োজন করা হয়েছে। এরপরের দিন সোমবার সদরঘাটে ভূমিকম্পের আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মহড়ার বিভিন্ন দিক তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, মহড়ায় ৯ অক্টোবর সচিবালয়ের স্বাভাবিক দৈনন্দিন কাজের মধ্যে বেলা ১১টায় ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার দূরে বাংলাদেশ-মিয়ানমান সীমান্তে রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে ধরা হবে।
দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা আরও জানান, মহড়ায় একই সঙ্গে চারটি ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ডের সৃষ্টি করা হবে।
সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।