
লক্ষ্মীপুরে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি আটক
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লক্ষ্মীপুরের যুবদল কর্মী বাবর হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাইন উদ্দিনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জের ভূঁইয়ার মার্কেট থেকে তাকে আটক করা হয়।
আটক মাইন উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত মো. সুরুজ মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ সিপিসি-৩ ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ভূঁইয়ার মার্কেট থেকে মাইন উদ্দিনকে আটক করা হয়।
২০০৩ সালের ৮ মার্চ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামে যুবদল কর্মী বাবর মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ৩০ আগস্ট এ মামলায় ১১ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ১১ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে রায়ের দিন চারজন উপস্থিত ছিলেন।