
নজরুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন শুরু ৭ অক্টোবর
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট’ এবং ‘গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ কোর্স ২০১৭ শীতকালীন সেশনের ভর্তি আবেদন ৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ কোর্সের পরিচালক রেহনুমা ফেরদৌস জানান, ২০১৭ উইন্টার সেশনে সান্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন ৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১০ডিসেম্বর আবেদনকারীদের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে।
‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ কোর্সে আবেদন এ ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন বিষয়ে চার বছরের স্নাতক/স্তাতকোত্তর ডিগ্রী এবং সর্বনিন্ম সিজিপিএ ২.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষার ফরম ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।