
খাদিজার ওপর হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: নজরুল ইসলাম
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪
সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর আক্রমণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধন থেকে বিএনপি নেতারা এসব কথা বলেন। খাদিজার ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
তনু হত্যার মতো খাদিজার ওপর নির্যাতনের ঘটনাও যেন ধামাচাপা না পড়ে যায়- এমনটা উল্লেখ হয় মানববন্ধনে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যারা আমাদের বোন নার্গিসকে আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কোনোভাবেই তাদের আড়াল করার কোনো ধরনের চক্রান্ত চলবে না। এই অবস্থা চলতে পারে না, চলতে দেওয়া যায় না। কারণ আমাদেরও মা-বোন আছে, আমাদেরও সন্তান আছে। আজকে দেশের যা অবস্থা, তাতে তারা কেউই নিরাপদ নয়।’
এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়নি বলেই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, তাই বিচার পাচ্ছে না নির্যাতিতরা।
প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে কলেজছাত্রী খাদিজাকে কোপাতে থাকে বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।
বুধবার সংসদে সরকারি দলের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খাদিজার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ ব্যক্তিগতভাবে সিলেট জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি। ইতোমধ্যে হামলাকারী দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সকল আলামত থাকায় দ্রুত এ মামলায় চার্জশিট প্রদান করা সম্ভব হবে।’
এদিকে, কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে দেখতে গিয়ে সাংসদ ও মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিনের সেলফি তোলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় বইছে। বুধবার সন্ধ্যায় ছবিটি ফেসবুকে পোস্ট করেন তিনি। তার সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরও এক নারী।