আইন ও আদালত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী তারিখ ২০ অক্টোবর

ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।  ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত আজ এ আদেশ দেয়। আজ দ্বিতীয় দিনে এ দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২০ অক্টোবর তাকে আসামিপক্ষ জেরা শুরু করবে বলে আদালত সূত্র জানায়।  একই আদালতে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিনও ধার্য ছিল। খালেদা জিয়া হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন পেশ করেন। এ আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৩ নভেম্বর ধার্য করেছে আদালত।  জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।  ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।

Show More

আরো সংবাদ...

Back to top button